সৌভিক সিকদার, আউসগ্রাম, পূর্ব বর্ধমান -: জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে গত ৪ ঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর শুরু হয়েছে। কোনো বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় এবং সাধারণ মানুষ যাতে সঠিকভাবে ফর্ম পূরণ করতে পারে তার জন্য দলীয় কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলনেত্রী মমতা ব্যানার্জ্জী। সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তারই পরামর্শে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের পক্ষ থেকে দলীয় সহায়তা ক্যাম্প গড়ে তোলা হয়েছে। ক্যাম্পে থাকা দলীয় কর্মীদের পাশে থাকার জন্য সেখানে নিয়মিত পৌঁছে যাচ্ছেন এলাকার শীর্ষ নেতৃত্ব।
দলের নির্দেশে আউশগ্রাম-১ নং ব্লকের বিভিন্ন এলাকায় এইধরণের সহায়তা কেন্দ্র গড়ে উঠেছে। সেইসব ক্যাম্প পরিদর্শন করছেন স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার। তার সঙ্গে থাকছেন আউশগ্রাম-১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তাপ্রসাদ রায় চৌধুরী, যুব সভাপতি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য্য, সংশ্লিষ্ট অঞ্চলের পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতি, দলের সর্বক্ষণের কর্মী সুমন মুখার্জ্জী, রণিত ঘোষাল সহ অন্যান্যরা। ইতিমধ্যে তারা দিগনগর-১ নং, গুসকরা-২ নং অঞ্চল সহ বিভিন্ন এলাকার ক্যাম্প পরিদর্শন করেছেন। বিধায়ক বললেন, দলনেত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশ মেনে সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমার বিধানসভা এলাকায় বিভিন্ন প্রান্তে সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। আমি এবং দলের অন্যান্যরা ক্যাম্পগুলিতে উপস্থিত থাকছি। আমাদের লক্ষ্য একটাই কোনো বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায় এবং প্রত্যেকেই যাতে সঠিকভাবে ফর্ম পূরণ করতে পারে সেইদিকে নজর দেওয়া।

















