নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়ল দুর্গাপুর নগর নিগম। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ঘটনা দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পিয়ালা এলাকার। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করা হয় কয়েকজনকে।
পুরনিগমের দাবি সরকারি জমি দখল করে পাঁচিল দেওয়া হয়েছিল। এরফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। এলাকার লোকেদের যাতায়াতে সমস্যা হচ্ছিল। তাই আগে নোটিশ দিয়ে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দিষ্টি সময়ের মধ্যে তা কার্যকর না হওয়ায় পুরনিগমের উদ্যোগে এদিন ওই অবৈধ নির্মাণ ভাঙা হল। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ ওই জমিতে পাঁচিল দেওয়ায় বড় গাড়ি বা অ্যাম্বুল্যান্স ঢুকতে পারছিল না এলাকায়। ফলে কেউ হঠাৎ অসুস্থ হলে সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে। তাই পুর নিগমের কাছে অবিলম্বে ওই অবৈধ পাঁচিল ভাঙার আবেদন জানিয়েছিলেন তাঁরা।
যদিও পিয়ালা গ্রামের বাসিন্দা প্রতাপ পাল দাবি করেন, ওই জমিটি সরকারি নয়, তার মায়ের নামে রয়েছে। সেই জমি তিনি পাঁচিল দিয়ে ঘিরেছেন। তাঁর দাবি বিষয়টি নিয়ে মামলায় তিনি কলকাতা হাইকোর্টে জিতেছেন। তাও জোর করে বৈধ জমিতে থাকা পাঁচিল পৌর নিগম ভেঙে দিল। এভাবে তাকে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি এর শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারিও দেন তিনি।
অন্যদিকে এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। উপস্থিত ছিলেন ডেপুটি মেজিস্ট্রেট বিশ্বজিৎ ঘোষ। ছিলেন পুর নিগমের ইঞ্জিনিয়াররা।


















