eaibanglai
Homeএই বাংলায়আর্থিক কষ্ট- একাকিত্ব কি ভালো?যা হয় সব ভালোর জন্য‌‌ই কি হয়?

আর্থিক কষ্ট- একাকিত্ব কি ভালো?যা হয় সব ভালোর জন্য‌‌ই কি হয়?

সঙ্গীতা চৌধুরীঃ- আচ্ছা যা হয় সব ভালোর জন্য‌ হয়? এই কথাটা কতখানি সত্যি? ধরুন কারোর শনির দশা চলছে তাও কি ভালোর জন্য‌ই? জীবনে শোক তাপ, একাকিত্ব, আর্থিক কষ্ট সব‌ই কি ভালোর জন্য? চলুন জেনে নেওয়া যাক।

আমরা সবাই জানি যে শনিদেবকে বলা হয় গ্রহদের রাজা। শনিদেব হচ্ছেন ন্যায় নীতির দেবতা। শনি দেব মূলত আমাদের কর্ম অনুসারে ফল প্রদান করে থাকেন। শনিদেবের সাড়ে সাতিতে ব্যক্তির ওপর সাত বছর প্রভাব রাখে। এই সময় শনিদেব তিনটি পর্যায়ে বা ধাপে জাতক জাতিকাদের কষ্ট দেন, প্রতিটি পর্যায় বা ধাপ থাকে আড়াই বছর। প্রথম ধাপে জাতক জাতিকারা সাড়েসাতির প্রভাবে মানসিক কষ্ট পায়। দ্বিতীয় ধাপে জাতক জাতিকারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। তৃতীয় ধাপে তারা সম্পূর্ণ একা হয়ে যায় এই সময় তাদের মধ্যে ঈশ্বর চেতনা/আধ্যাত্মিক চেতনা তৈরি হয়। আসলে শনিদেব আমাদের একা করে দেন,যাতে আমরা একলা চলতে শিখি,শনিদেব আমাদের কষ্ট দেন যাতে আমরা ঈশ্বর মুখী হ‌‌ই, শনিদেব আমাদের আর্থিক ভাবে কষ্ট দেন যাতে আমাদের মধ্যে থাকা অহং ভেঙে চুরমার হয়ে যায়!

তাই শনিদেব যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে কর্ম ঠিক করুন আর কৃষ্ণ/কালী/মহাদেবের আরাধনা‌ করুন‌। কারণ আপনার ইষ্ট আপনাকে সুবুদ্ধি দেবে কী ভাবে আপনি গ্রহদশা কাটাবেন? তাই শনিদেবের সাড়েসাতিতে কষ্ট হলেও তা আমাদের‌ই কর্মফলের ভোগান্তি ও এই কর্মফল শেষে আমরা মানুষ চিনতে শিখি…

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments