eaibanglai
Homeএই বাংলায়পুর নিগমের নির্বাচন সহ একাধিক দাবিতে সিপিএমের বিক্ষোভ

পুর নিগমের নির্বাচন সহ একাধিক দাবিতে সিপিএমের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বিপর্যস্ত নারগিক পরিষেবা, পুর নিগমের নির্বাচন সহ একাধিক দাবিতে সোমবার সন্ধ্যায় দুর্গাপুর পুর নিগম ভবনের সামনে বিক্ষোভ দেখাল সিপিএম। সিপিএম নেতা বিশ্বরূপ রায় চৌধুরী, ভজন চক্রবর্তী, শ্যামা প্রসাদ ঘোষের নেতৃত্বে ও অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিতিতে চলে এই বিক্ষোভ সমাবেশ। এছাড়া এদিনের কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলীয় নেত্রী মিনাক্ষী মুখার্জী।

সিপিএম নেতৃত্বে এদিন অভিযোগ করে দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ভয়াবহ অবস্থা দুর্গাপুর পৌর কর্পোরেশনের। শহরের ৪৩টি ওয়ার্ডে বিপর্যস্ত হয়ে পড়েছে নারগিক পরিষেবা। রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ ও জলের সমস্যায় ভুগছে পুরনাগরিকরা। ঠিকমতো পুর পরিষেবা মিলছে না শহরজুড়ে।

সিপিএম নেতা ভজন চক্রবর্তী বলেন, “একাধিক ওয়ার্ডে রাস্তার লাইটগুলি কাজ করছে না। ফলে অন্ধকারে ডুবে যাচ্ছে এলাকা। রাত নামলে যাতায়াতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। জলের সমস্যাও রয়েছে। জল সময়মতো পৌঁছায় না, আর যদি আসেও, তা খুবই কম। অনেক জায়গায় রাস্তাঘাট ভাঙা, ট্যাপ পরিষ্কার করা হয় না, সাফাই কাজ ঠিকমতো না হওয়ায় জঙ্গলে পরিণত হচ্ছে এলাকা। সব মিলিয়ে নাজেহাল অবস্থা।”

নেত্রী মিনাক্ষী মুখার্জী বলেন, ” আমরা কোন রাজনৈতিক দলের কাছে আসিনি। এসেছি মানুষের জন্য তৈরি একটি কার্যালয়ে মানুষের পরিষেবার দাবি নিয়ে । যারা সরকারি ভাবে দায়িত্বপ্রাপ্ত এই কাজের জন্য, তাদের কাছে আমরা এসেছি।”

অন্যদিকে এসআইআর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বৈধ কোন ভোটার বাদ দেওয়া যাবে না। তারজন্য বুথে বুথে আমাদের কমরেডরা সাধারণ মানুষকে সাথে নিয়ে ও দলের বিএলএরা কাজ করছেন। কিন্তু ডবল এন্ট্রি, মৃত ভোটার, ভুয়ো ভোটার, সিফটেড ভোটার বাদ দেওয়া সারা বছরের কাজ। এখন এসআইআর যখন হচ্ছে, তখন তা হবে। কিন্তু এসআইআরের নামে ঘুরপথে নাগরিকত্ব যাচাই করার কোন অধিকার নির্বাচন কমিশন বা বিজেপি এবং তৃণমূলকে সামনে রেখে রাজনীতির খেলা খেলতে দেওয়া যাবে না। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এটা নির্বাচন কমিশনের করার কথা প্রতি বছর। এর জন্য টাকা দেওয়া হয়। তার জন্য লোক দেওয়া হয়। সেই কাজে মানুষকে ভয়, ভীতি ও আতঙ্কগ্রস্থ করা যে, তোমার ভিটেমাটি চলে যাবে,তা চলবে না। এসআইআর ভোটার তালিকা ঠিক করার জন্য। সেটা যদি কেউ রাজনৈতিক ভাবে করতে চায়, তার আগে যারা পাঁচিল হয়ে দাঁড়িয়ে থাকবে, তারা হলো লালঝাণ্ডা। এই কাজ আমরা ইতিমধ্যেই শুরু করেছি। “

দ্রুত পুরনিগমের নির্বাচনের দাবি সহ শহর জুড়ে সুষ্ঠু পুর পরিষেবার দাবিতে এদিন সিপিএমের পক্ষ থেকে নগর নিগমে একটি স্মারকলিপি দেওয়া হয়।


RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments