নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দিল্লির লাল কেল্লায় বিস্ফোরণের জেরে দেশের বড় বড় শহরগুলিতে জারি হয়েছে রেড অ্যালার্ট। অন্য দিকে দিল্লি বিস্ফোরণকাণ্ডের জের এসে পড়েছে শহর দুর্গাপুরেও। বিশেষ করে শহর জেলা ও রাজ্যের সীমানাগুলিতে শুরু হয়েছে নাকা চেকিং।
মঙ্গলবার সকালে কাঁকসার অজয় নদের সেতুতে দেখা যায় পুলিশি নজরদারি। পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুর ও বীরভূমের জয়দেব সংযোগকারী এই গুরুত্বপুর্ণ সেতু দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম। কাঁকসার মলানদিঘী ফাঁড়ির আধিকারিকরা সকাল থেকেই নাকা তল্লাশী শুরু করে। যাতায়াতকারী গাড়ি দাঁড় করিয়ে ডিকি খুলে তল্লাশি চালানো হয়। পাশাপাশি দুর্গাপুর ব্যারাজেও সকাল থেকে শুরু হয় নাকা তল্লাশি। দুর্গাপুর ব্যারাজ পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার সংযোগকারী।
প্রসঙ্গত গতকাল রাতে বিস্ফোরণের ঘটনার পর পরই দেশের বিভিন্ন শহর রাজ্যের পাশাপাশি এরাজ্যেও জারি করা হয় সতর্কতা। সমস্ত জেলার পুলিশ সুপার, কমিশনারেটকে সতর্ক ও নিরাপত্তার ক্ষেত্রে সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়।


















