eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনে গঠিত হল নতুন কমিটি

দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনে গঠিত হল নতুন কমিটি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের পর মঙ্গলবার গঠিত হল নতুন কমিটি। সভাপতি সম্পাদক সহ মোট ২৬ জনকে নিয়ে এই কমিটি তৈরি হয়। এদিন দুপুরে কমিটির নবনির্বাচিত পদাধিকারীরা শপথ গ্রহণ করেন। তাদের হাতে এদিন পুষ্পস্তবক ও শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি দেবব্রত সাঁই এবং সাধারণ সম্পাদক অনুপম মুখোপাধ্যায়।

নবনির্বাচিত সভাপতি সঞ্জীব কুন্ডু এদিন বলেন,”আজ শপথ গ্রহণ করলাম। বার অ্যাসোসিয়েশনের উন্নয়ন করার চেষ্টা করব। সকলের অভাব অভিযোগ শুনবো। আগামী তিন বছর সুষ্ঠভাবে কাজকর্ম পরিচালনা করব আমরা সবাই মিলে। আর এই কাজে প্রাক্তন সভাপতির ঐকান্তিক সহযোগিতা কামনা করি।”

প্রসঙ্গত গত ৪নভেম্বর অনুষ্ঠিত হয় দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। নির্বাচনে মোট ২৬ টি পদে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে অভূতপূর্ব জয় পান বিশিষ্ট আইনজীবী সঞ্জীব কুন্ডু। দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ইতিহাসে সব থেকে কম বয়সী বা সর্ব কনিষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে তিনি নজির গড়েন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments