নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে বাইক চুরির তদন্তে ধরা পড়ল শহরের পুরনো দুষ্কৃতী। তদন্তে নেমে শহর সংলগ্ল দুই জেলা থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেরা করে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বাইক। বুধবার ধৃতদের মহকুমা আদালতে পেশ করা হয়।
প্রসঙ্গত সম্প্রতি দুর্গাপুরের গান্ধীমোড় এলাকার বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে চুরি যায় একটি বাইক। অভিযোগ দায়ের হয় সিটি সেন্টার ফাঁড়িতে। তদন্তে নেমে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে চলতি মাসের ৮ তারিখ বাঁকুড়া থেকে রাজেশ মণ্ডল ওরফে লেবু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তবে সে দুর্গাপুর থানার সেকেন্ডারি এলাকার বাসিন্দা। তাকে জেরা করে উঠে আসে বোলপুরের ক্যানেল পাড়ার বাসিন্দা লক্ষ্মী সহানির নাম। এবং ওই দিনই বোলপুর থেকে লক্ষ্মীকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ। দুজনকে জেরা করে বোলপুর থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া বাইকটি। পুলিশ তদন্তে জানতে পারে প্রমান লোপাটের জন্য চুরি করার পর বাইকের নম্বর প্লেট বদলে ফেলেছিল দুষ্কৃতীরা।
অন্যদিকে ধৃত লক্ষ্মী সাহানি এর আগেও একাধিকবার পুলিশের জালে ধরা পড়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নামে চুরি ছিনতাই বাইক চুরি সহ নানা অভিযোগে একাধিক থানায় মামলা চলছে। গত মার্চেই কোকোওভেন থানা এলাকায় মহিলাদের একাধিক হার ছিনতাইয়ের ঘটনা ঘটে। তদন্তে নেমে এই লক্ষ্মী সাহানিকেই গ্রেফতার করেছিল পুলিশ। পরে সে জামিনে ছাড়াও পেয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত লক্ষ্মী সহানি চুরি ছিনতাইয়ে সিদ্ধহস্ত। পায়ের সমস্যা থাকায় লাঠি নিয়ে হাঁটেন। তবে একবার বাইকে চড়লে তার নাকি নাগাল পাওয়া দুষ্কর। চারদিনের পুলিশ হেফাজত শেষে বুধবার ফের দুজনকে আদালতে পেশ করে পুলিশ।



















