eaibanglai
Homeএই বাংলায়এবার যাত্রীসাথী অ্যাপে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা

এবার যাত্রীসাথী অ্যাপে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- অন লাইনে গাড়ি বুক করার পাশাপাশি যাত্রীসাথী অ্যাপে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় মিলবে এই পরিষেবা। বুধবার বিকেলে পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে পরিষেবার কথা ঘোষণা করলেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। এই পরিষেবার মাধ্যমে মানুষ তাদের অসুস্থ পরিবারের সদস্যদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা নিতে পারবেন।

কমিশনার জানান, পশ্চিমবঙ্গ সরকারের চালু করা যাত্রী সাথী অ্যাপটি সম্প্রসারিত করা হচ্ছে। এর সাথে এই এ্যাপে অ্যাম্বুলেন্সকেও সংযুক্ত করা হচ্ছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় এদিন থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হয়েছে। তিনি আরো জানান,এখনও পর্যন্ত এই পরিষেবায় ১৭০টি অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে। এই অ্যাম্বুলেন্সগুলি সরকারের অনুমোদন অনুসারে ভাড়া নেবে এবং একবার একজন চালক বুকিং অ্যাকসেপ্ট করলে, তিনি যেতে অস্বীকার করতে পারবেন না। সরকার এবং পুলিশ প্রশাসনের কাছে চালকের সমস্ত তথ্য থাকবে। তাই নিরাপত্তার দিক থেকেও এটি খুবই সুবিধাজনক। তিনি যাত্রী সাথীর অ্যাম্বুলেন্স পরিষেবা সর্বাধিক ব্যবহার করার জন্য জনগণকে অনুরোধ করেন।

এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন ডিসিপি ( ট্রাফিক) পিভিজি সতীশ, এডিসিপি ( ট্রাফিক) প্রদীপ মন্ডল ও এসিপি ( ট্রাফিক) বিশ্বজিৎ সাহা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments