নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বুদবুদে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার ৪। প্রসঙ্গত গত রবিবার বুদবুদের রণডিহার দামোদর ক্যানেল থেকে উদ্ধার হয়েছিল যুবকের পচা গলা দেহ। খুনের অভিযোগ দায়ের হয়েছিল বুদবুদ থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ৪জনকে গ্রেপ্তার করে ।
ধৃতদের নাম প্রহ্লাদ ওরফে বক্তার রুইদাস বুদবুদের চাঁকতেতুল এলাকার বাসিন্দা, বাবুল রুইদাস,অসীম রুইদাস, বিশ্বজিৎ ওরফে রায় সাহা এরা বুদবদের দেবশালা রুইদাস পাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক প্রহ্লাদ রুইদাসকে ৪ দিনের পুলিশি হেফাজত এবং বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত প্রহ্লাদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।


















