eaibanglai
Homeএই বাংলায়বিহার ভোটে জয়ের পথে এনডিএ শিবির, বাঁকুড়ায় উড়ল আবির, চলল মিষ্টি মুখের...

বিহার ভোটে জয়ের পথে এনডিএ শিবির, বাঁকুড়ায় উড়ল আবির, চলল মিষ্টি মুখের পালা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিহার বিধানসভার নির্বাচনে বিজয়ের পথে এনডিএ শিবির। দুপুর সাড়ে তিনটে পর্যন্ত হিসাবে এনডিএ শিবির এগিয়ে রয়েছে ২০৮টি আসনে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের এগিয়ে চলেছে এনডিএ জোট। আর বিহারের ভোটে বিজেপির এই সাফল্যের উচ্ছ্বাস ধরা পড়ল বাঁকুড়ায়। বাঁকুড়া জেলা বিজেপি কার্যালয়ে বাজলো বাজনা, উড়ল গেরুয়া আবির। পাশাপাশি মিষ্টি মুখের সাথে উচ্ছ্বাসে মাতলেন বিজেপি কর্মী সমর্থকরা।

বাঁকুড়ার বিজেপি জেলা সভাপতি এবং বাঁকুড়ার বিজেপি বিধায়কের নেতৃত্বে বাঁকুড়া শহরের নতুনগঞ্জে জেলা বিজেপি মুখ্য কার্যালয়ে বাজনা বাজিয়ে, ফটকা ফাটিয়ে রীতিমতো মিষ্টি মুখের সাথে গেরুয়া আবির উড়িয়ে মেতে ওঠেন বিজেপি নেতা কর্মীরা। বিজেপি কর্মী সমর্থকরা ঢাক ঢোল বাজিয়ে একটি মিছিলও বার করেন। যেখানে উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের।

এই বিহার ভোটের ফলাফলের প্রভাব পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে পড়তে চলেছে বলেই আশাবাদী গেরুয়া শিবির।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments