eaibanglai
Homeএই বাংলায়চার জেলার শিল্পপতিদের নিয়ে দুর্গাপুরে আয়োজিত হল " সিনার্জি ২০২৫-২৬"

চার জেলার শিল্পপতিদের নিয়ে দুর্গাপুরে আয়োজিত হল ” সিনার্জি ২০২৫-২৬”

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- আগামী দেড় বছরে দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে সবমিলিয়ে ৫৬০০ কোটি বিনিয়োগ হতে চলেছে। দুর্গাপুরে দক্ষিণবঙ্গের চার জেলার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপতিদের নিয়ে আয়োজিত শিল্প সম্মেলনে হাজির হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তেরে এই বিপুল বিনিয়োগের কথা জানালেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি, কুটির শিল্প তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

প্রসঙ্গত শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপতিদের সমস্যা জানতে ও সেগুলি সমাধান করার লক্ষ্যে এবং নতুন শিল্প আনতে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত হয় শিল্প সম্মেলন “সিনার্জি অ্যান্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ ২০২৫-২৬”।

প্রশাসনের তরফে এই চার জেলার শিল্প উন্নয়ন সম্পর্কে জানানো হয়, পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল দুর্গাপুরে একাধিক শিল্পতালুক গড়ে তোলা হচ্ছে। পানাগড়, অন্ডাল, আসানসোলে ৩৫০কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। এর পাশাপাশি পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় শালপাতার ক্লাস্টার, হস্তশিল্প, সহ ক্ষুদ্র ও মাঝারি ছোট বড় কারখানা গড়ে উঠতে চলেছে। পুরুলিয়ায় ৯০কোটি টাকা, বাঁকুড়ায় ৪৫৯০কোটি, পূর্ব বর্ধমানে ৫৯০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে।

মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, “এই চারটি জেলায় আগামী দেড়-দু বছরের মধ্যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে সবমিলিয়ে ৫৬০০ কোটি বিনিয়োগ হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে স্বনির্ভর করার সবরকম চেষ্টা করছেন। ইতিমধ্যেই বাংলা এইসব শিল্পে দেশের প্রথম সারিতে চলে এসেছে। ফলে আগামী দিনে আরো বিনিয়োগের সম্ভবনা তৈরি হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন বেশ কয়েকজন উদ্যোগপতির হাতে ঋণ প্রদান করা হয়। শিল্পপতিদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষুদ্র, মাঝারি, কুটির শিল্প তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, চার জেলার জেলাশাসক, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি ও প্রশাসনিক আধিকারিকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments