eaibanglai
Homeএই বাংলায়ধর্ম পথে চললে কী বড় হ‌ওয়া যায়?

ধর্ম পথে চললে কী বড় হ‌ওয়া যায়?

সঙ্গীতা চৌধুরীঃ- আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে যে আমরা তো ধর্মপথে চলি। কিন্তু ধর্মপথে চললে কি আমরা সত্যি সত্যি বড় হতে পারব? এরকম প্রশ্ন যদি আপনার মনে হয় বা এসে থাকে তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। একবার একজন ভক্ত প্রশ্ন করেছিলেন যে,“ধর্মে যেসব কথা বলা হয় সেই আদর্শবাদ নিয়ে চললে কি জীবনে বড় হওয়া যাবে?”

স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এর উত্তরে বলেন,“ইতিহাসের বই দেখুন। কাদের বড় বলা হয়েছে? বুদ্ধ, যীশু, নেতাজী, গান্ধীজি, লিঙ্কন, লেনিন, নিউটন, নাইটেঙ্গল, শঙ্কর, চৈতন্য, অশোক, মেন্ডেলা, আইনস্টাইন এদের। আর ক্ষমতা-শক্তি-বুদ্ধি থাকা সত্বেও হিটলার, স্তালিন, তৈমুর’কে মহান বলা হয়নি। অর্থাৎ ইতিহাস তাঁদেরই বড় বলেছে যারা নিঃস্বার্থ হয়ে মানব-কল্যাণ করেছেন। এরই সাথে তাঁরা জোর দিয়েছেন অন্তর সম্পদের উপর। অর্থাৎ ইতিহাস তাঁদেরই বড় বলে, মহান বলে, যারা নিঃস্বার্থ ও অন্তর সম্পদে বলীয়ান।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments