নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– নতুন বছরের জানুয়ারিতে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে মিস সাউথ বেঙ্গল ২০২৬। গত দশ বছর ধরে এক্সোটিকা গ্রুপ সংস্থা সাফল্যের সঙ্গে এই সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত করে আসছে। এবার ১১ তম বর্ষে এই প্রতিযোগিতায় সংযোজন করা হয়েছে আরও দুটি ক্যটাগরি, ছোটদের জন্য কিডস সাউথ বেঙ্গল ও বিবাহিত মহিলাদের জন্য মিসেস সাউথ বেঙ্গল। আগামী ১৮ তারিখ অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান। গ্র্যান্ড ফিনালের অন্যতম আকর্ষণ বলি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে উপস্থিত থাকেবনে।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন। সিটিসেন্টার একটি বেসরকারি হোটেলে তাদের নিয়ে শুরু হয়েছে গ্রুমিং ও বাছাই পর্ব। এখান থেকে চূড়ান্ত পর্যায়ের জন্য ২০ জন কিডস,১৩ জন মিস ও ১২ জন মিসেসকে বেছে নেওয়া হবে।
সংস্থার কর্ণধার কল্পিতা দে শিকদার এদিন জানান, এই প্রতিযোগিতা শুধুমাত্র সৌন্দর্যের নয়, বরং এটি প্রতিভা, আত্মবিশ্বাস ও নারী শক্তির এক অনন্য উদযাপন। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহন করবেন তাদের ব্যক্তিত্ব প্রকাশের ক্ষেত্রটির উপর বিশেষ জোর দেওয়া হবে এবং সেভাবেই তাদের গ্রুমিং করা হবে। ফলে এই প্রতিযোগিতায় জয়ী না হলেও এখানে অংশগ্রহণের অভিজ্ঞতা জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের সহায়তা করবে।


















