eaibanglai
Homeএই বাংলায়এবার দুর্গাপুরে আয়োজিত হতে চলেছে বাণিজ্য মেলা

এবার দুর্গাপুরে আয়োজিত হতে চলেছে বাণিজ্য মেলা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- চলতি মাসের ১৯ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দুর্গাপুরের গান্ধী মোড়ের কর্পোরেশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে বাণিজ্যমেলা। এবারের বাণিজ্য মেলার শীর্ষক ‘নবজাগরণ’। প্রসঙ্গত উল্লেখ্য, গত তিন বছর ধরে এই বাণিজ্যমেলা কলকাতায় আয়োজিত হয়ে আসছে। তবে এ বার স্থানীয় উদ্যোগপতিদের সুযোগ করে দিতে এবং স্থানীয় বাণিজ্যগোষ্ঠীকে উৎসাহিত করতে দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি কলকাতার একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন মোলার উদ্যোক্তা ‘বেঙ্গল বিজ়নেস কাউন্সিল’।

এ বারের মেলার ‘থিম কান্ট্রি’ উজবেকিস্তান। এই দেশের সাংস্কৃতিক এবং বাণিজ্যিক নানা নিদর্শন তুলে ধরা হবে মেলায়। বৈঠকে তিন দিনের বাণিজ্যমেলায় কর্মসূচি তুলে ধরে বেঙ্গল বিজ়নেস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট তথা জর্জ টেলিগ্রাফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত জানান, তিন দিন শিল্পবিষয়ক সম্মেলন ছাড়াও অটোমোবাইল প্রদর্শনী, থাকবে খাদ্যমেলার আয়োজন। তা ছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রযুক্তি সংক্রান্ত একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments