সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ঋণ না নিয়েও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সুদ কেটে নেওয়ার অভিযোগ। এমনই ঘটনা সামনে এসেছে রানিগঞ্জের একটি বেসরকারি ব্যাংকের শাখায়। যদিও এই ঘটনাকে সাইবার প্রতারণা বলে দাবি করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গোটা বিষয়টি জানিয়ে আসানসোল সাইবার থানায় ও ওই ব্যাঙ্কের লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত জামুরিয়ার তপসি এলাকার বাসিন্দা অশ্বিনী কুমার সিং।
জানা গেছে অশ্বিনীবাবু জামুরিয়ার একটি বেসরকারি কারখানার কর্মী। রানিগঞ্জের ওই বেসরকারি ব্যাঙ্কের শাখায় তাঁর বেতন অ্যাকাউন্ট রয়েছে। তিনি জানান, ৬ নভেম্বর তিনি জানতে পারেন যে তাঁর বেতন অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা ব্যক্তিগত ঋণের সাপেক্ষে ৬৩০০ টাকা সুদ কেটে নেওয়া হয়েছে। অথচ তাঁর দাবি তিনি কোন ব্যাঙ্ক বা আর্থিক সংস্থা থেকে ঋণ নেননি। বিষয়টি তিনি সংশ্লিষ্ট ব্যাঙ্কের কর্মীদের জানালে তাঁরা জানান মোবাইলের মাধ্যমে তাঁর অ্যাকাউন্টে ব্যক্তিগত ঋণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
স্বাভাবিকভাবেই এই ঘটনা সামনে আসতে আতঙ্ক তৈরি হয়েছে ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে। অন্যদিকে সাইবার থানা জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।



















