নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পশ্চিমবঙ্গে দুশো আসন জয়ের স্বপ্ন পূরণ না হলেও বিহারে দুশোর বেশি আসনে জিতে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপির নেতৃত্বাধীন ন্য়াশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ । সেই ধারা বজায় রেখে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। শিল্পশহর দুর্গাপুরে দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ সুরেন্দ্র সিং নাগর। তাঁর মতে, বিহারের মতো বাংলাতেও মানুষ বিজেপিকে ভোট দিয়ে এখানে জঙ্গলের রাজত্ব শেষ করবেন।
প্রসঙ্গত স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মের দেড়শো বছর উপলক্ষ্যে দেশ জুড়ে একতা যাত্রার আয়োজন করেছে বিজেপি। সেই কর্মসূচির অন্তর্গত সোমবার সন্ধ্যায় দুর্গাপুরে বিজেপির তরফে একতা যাত্রার আয়োজন করা হয়। সেই যাত্রায় অংশ নিতে শিল্পশহরে এসেছিলেন বিজেপির সাংসদ সুরেন্দ্র সিং নাগর।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুরেন্দ্র সিং নাগর বলেন, ‘‘আমার বিশ্বাস, যেভাবে বিহারে ভারতীয় জনতা পার্টি ও এনডিএ মা গঙ্গার আশীর্বাদ পেয়েছে, পশ্চিমবঙ্গেও মা গঙ্গার আশীর্বাদ পাওয়া পাবে ৷ কারণ, মা গঙ্গা বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়েই পশ্চিমবঙ্গে আসে৷ বিহারের মানুষের মতো বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবেন৷ এখানকার গুন্ডারাজকে ছুঁড়ে ফেলে দেবে৷ বিকশিত বাংলা তৈরিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন সফল করতে মানুষ কাজ করবেন৷’’
এদিনের একতা যাত্রাটি দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে শুরু হয় ৷ সেখানে রাজ্যসভার বিজেপি সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই সহ চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পারিজাত গঙ্গোপাধ্যায়, সুমন্ত মণ্ডল, অভিজিৎ দত্তর মতো বিজেপির একাধিক নেতা৷ এছাড়াও কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক একতা যাত্রায় পা মেলান।



















