eaibanglai
Homeএই বাংলায়ভারতীয় সেনা জওয়ানদের গৌরব গাথা স্মরণ করে পালিত হল 'রেজাংলা শৌর্য দিবস'

ভারতীয় সেনা জওয়ানদের গৌরব গাথা স্মরণ করে পালিত হল ‘রেজাংলা শৌর্য দিবস’

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভারত-চীন যুদ্ধের ভারতীয় সেনাদের যুদ্ধ জয়ের বীর গাথা স্মরণীয় করে রাখতে প্রতি বছর ১৮ নভেম্বর দিনটি ‘রেজাংলা শৌর্য দিবস’ হিসেবে পালিত হয়। এদিন শিল্প শহর দুর্গাপুরেও বিশেষভাবে পালিত হল দিনটি, স্মরণ করা হল শহীদ হওয়া বীর সেনা জওয়ানদের।

প্রসঙ্গত, ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের সময় লাদাখের রেজাংলা পাসে ১৮০০০ফুটেরও বেশি উচ্চতায় ১৩ তম কুমায়ুন ব্যাটিলিয়ানের চার্লি কোম্পানি মেজর শয়তান সিং-এর নেতৃত্বে প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে চীনা আগ্রাসন রুখে দিয়েছিল। ১২০ জন ভারতীয় সেনার দলটি প্রায় পাঁচ হাজার চীনা সৈন্যের বিরুদ্ধে লড়াই করে চীনাদের পিছু হটতে বাধ্য করে এবং জীবন দিয়ে রক্ষা করে মাতৃভূমিকে। এমনকি যখন গোলা বারুদ শেষ হয়ে যায় তখন শুধুমাত্র বন্দুকের বেয়নেট দিয়ে লড়াই চালিয়ে যায় ভারতের ওই বীর সেনারা। এই যুদ্ধে শহীদ হন ১১৪ জন ভারতীয় জওয়ান। আর তৈরি হয় এক অমর ইতিহাস। যুদ্ধ জয়ের এই দিনটি ছিল ১৮ নভেম্বর।

ওই দিনটাকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর পালিত হয় ‘রেজাংলা শৌর্য দিবস’। দুর্গাপুরের যদুবংশ সেবা সমিতি এই শৌর্য দিবস উপলক্ষ্যে শহরে বাইক র‍্যালির আয়োজন করেছিল। র‍্যালির সূচনা করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব। র‍্যালিটি ওল্ড কোর্ট মোড় থেকে শুরু হয়ে কাদা রোড, ভিরিঙ্গি মোড়, বেনাচিতি বাজার, পাঁচমাথা মোড় ঘুরে ৫৪ ফুটের রাঁচি কলোনি হয়ে সিটি সেন্টারে সমাপ্ত হয়। এদিনের বাইক র‍্যালিতে শতাধিক যদুবংশী সেবা সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments