eaibanglai
Homeএই বাংলায়এডিডিএ-এর সিইও পদে তরুণ আইএএস আধিকারিক

এডিডিএ-এর সিইও পদে তরুণ আইএএস আধিকারিক

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন সিইও হলেন একম জে সিং (আইএএস)। প্রসঙ্গত সম্প্রতি রাজ্যে প্রশাসনিক আধিকারিক স্তরে রদবদল করা হয়েছে। তাতে তরুণ এই আইএএস-কে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি বা উন্নয়ন পর্ষদের ( আড্ডা) নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিযুক্ত করা হয়েছে।

একম জে সিং আইআইটি কানপুর থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। ২০২০ ব্যাচের আইএএস অফিসার। মূলতঃ তামিলনাড়ু ক্যাডার হলেও তিনি বাংলায় কর্মরত রয়েছেন। এর আগে মুর্শিদাবাদের জঙ্গিপুরের মহকুমাশাসক পদে কর্মরত ছিলেন। এখন থেকে তিনি আসানসোল ও দুর্গাপুরের সামগ্রিক উন্নয়ন, জমি ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ এবং পরিকাঠামো সম্প্রসারণের দায়িত্বে থাকবেন।

এডিডিএ-এর সিইও পদের দায়িত্ব গ্রহণের পর একম জে সিং বলেন, “আসানসোল-দুর্গাপুর শিল্প অঞ্চলটিকে একটি আদর্শ শিল্পকেন্দ্রে পরিণত করাই আমার লক্ষ্য।” অন্যদিকে এডিডিএ-এর চেয়ারম্যান কবি দত্ত নতুন সিইওকে স্বাগত জানিয়ে বলেন, “আশা করি তাঁর তরুণ উদ্যম ও দৃঢ় সংকল্প আসানসোল-দুর্গাপুরকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments