সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ছাগল ছোর সন্দেহে চারচাকা গাড়ি ধাওয়া এলাকাবাসীর। তাড়া খেয়ে বেশ কয়েকজন পথ চলতি মানুষজনদেরকে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। অবশেষে গাড়িতে থাকা তিন ব্যক্তি ধরা পড়ে। শুক্রবারের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় আসানসোলের রানিগঞ্জ থানার বক্তানগর এলাকায়।
জানা গেছে এদিন সকালে অন্ডাল থেকে রানিগঞ্জের দিকে যাওয়া একটি চারচাকা গাড়িকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এলাকার মানুষদের দাবি, ওই গাড়িতে করে দুষ্কৃতীরা কয়েকটি ছাগল চুরি করে পালাচ্ছিল। বক্তানগর এলাকার দুই যুবক বিষয়টি দেখতে পায়। তারা বাধা দিতে গেলে গাড়ির চালক তাদের ধাক্কা দিয়ে রানিগঞ্জের দিকে পালানোর চেষ্টা করে এবং আরও এক ব্যক্তিকে ধাক্কা মারে। এদিকে কাজের জন্য রাস্তা বন্ধ থাকায় গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীদল। কিন্তু রাস্তার পাশে থাকা একটি খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা গাড়িটি ঘিরে ফেলে ও গাড়িতে থাকা তিন জনকে বার ধরে গণধোলাই দেয় বলে অভিযোগ। পরে তাদের রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাদের আটক করে নিয়ে যায় ও পরে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা কলকাতার মেটিয়াবুরুজের বাসিন্দা মহঃ শামীম, কলকাতার ইকবালপুরের বাসিন্দা মহঃ মাহমুদ ও কলকাতা বাইপাস রবীন্দ্র নগরের বাসিন্দা দিনানাথ জয়সওয়াল।
যদিও স্থানীয়দের দাবি গাড়িতে চারজন ছিল, এই সব ঘটনা চলাকালীন একজন পালিয়ে যায়।


















