সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চলতি মাসের ৪ তারিখ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) এর কাজ। রাজ্য জুড়ে বুথ লেভেল অফিসার বা বিএলওরা বাড়ি বাড়ি ছুটে চলেছেন। এনুমারেশন ফর্ম বিলি, সংগ্রহের পাশাপাশি ফর্মের তথ্য অনলাইনে নথিভুক্ত করতে হচ্ছে তাদের। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী ৪ ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে হবে তাদের। এদিকে কাজের চাপ নিয়ে অনেক জায়গায় সরব হচ্ছেন বিএলওরা। রাজ্যের একাধিক জায়গায় কাজের চাপে বিএলওদের মৃত্যু হওয়ার অভিযোগ উঠছে। কেউ কাজের সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলেও অভিযোগ। অনেক জায়গায় আবার অতিরিক্ত কাজের চাপে বিএলওরা ব্রেন স্ট্রোক বা সেরিব্রাল অ্যাটাককে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ উঠছে।
এরই মধ্যে অকেবারে অন্য ছবি ধরা পড়েছে আসানসোল মহকুমার আসানসোল উত্তর বিধানসভা ও সালানপুর ব্লকের বারাবনি বিধানসভায়। আসানসোল উত্তর বিধানসভার রাধানগরের ৪৭ নম্বর বুথ এলাকার বুথ লেভেল অফিসার পেশায় প্রাইমারি শিক্ষিকা করুণা মাজি ২১ দিনের মাথায় এনুমেরেশন ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন করে ফেলেছেন। এই বুথে ভোটারের সংখ্যা প্রায় ৭০০। মঙ্গলবার তাকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য।
অন্যদিকে, সালানপুর ব্লকের ১১৫ নম্বর বুথের বিএলও বিনীতা কুমারী ২০ দিনের মাথায় এসআইআরের কাজ সম্পূর্ণ করে নজির গড়েছেন। তার বুথে ভোটার সংখ্যা ৭৩২ জন। এমনকি তিনি সালানপুর ব্লকের মহিলা বিএলও যিনি সর্বপ্রথমএসআইআরে এনুমারেশন ফর্ম আপলোড করেন । মঙ্গলবার তাকে সালানপুর ব্লক প্রশাসনের তরফে সম্মানিত করেন বিডিও দেবাঞ্জন বিশ্বাস।
















