সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ফের পশ্চিম বর্ধমানে অবৈধ বালি পাচার সক্রিয় হয়েছে বলে অভিযোগ। অভিযোগ পেয়েই কাঁকসায় অভিযান ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের।
ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে খবর সম্প্রতি অভিনব কায়দায় বালি পাচার হচ্ছিল বলে অভিযোগ মেলে। অভিযোগ কাঁকসার বিদবিহার এলাকায় অজয়ের বুকে বালির রাস্তা বানিয়ে কাঁকসার দিক থেকে বীরভূমে বালি পাচার করা হচ্ছে। সেই অভিযোগ পেয়ে এদিন কাঁকসার বিদবিহারের একাধিক ঘাট পরিদর্শন করেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। তাদের ম্যাপ নিয়ে এলাকা পরিদর্শন করতে দেখা যায়। প্রসঙ্গত অজয় এলাকার বেশীরভাগ বালিঘাটই বীরভূম প্রশাসনের অধীনে।
অন্যদিকে এদিন অজয়ঘাট শিবপুর রাস্তায় বালি একটি ট্রাক আটক করা হয়। এমনকি বেশ কিছু ট্রাক্টরকে জরিমানা করা হয়।
এদিকে প্রশাসনিক এই অভিযান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের শাসক বিরোধী বিজেপি এই অভিযান নিয়ে কটাক্ষ করেছে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, “শাসক দল ও পুলিশ প্রশাসনের মদতে জেলায় আবার বালি পাচার চক্র সক্রিয় হয়েছে। অজয় ও দামোদর নদের গতিপথ পরিবর্তন করে বালি পাচার করা হচ্ছে।” যদিও তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় পাল্টা বলেন,”কোন অবৈধ কোথাও কাজ হলে রাজ্য প্রশাসন তার ব্যবস্থা নিচ্ছে। সেই জন্যই এই অভিযান। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর অবৈধ কাজ বরদাস্ত করে না। এই অভিযানই তা প্রমাণ করল।”

















