নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পাণ্ডবেশ্বরের উখড়া সন্নিহিত মানুষের দীর্ঘদিনের দাবি ছিল উখড়া রেলওয়ে ওভার ব্রিজের। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। শুরু হতে চলেছে রেল ওভারব্রিজের কাজ। তার আগে বৃহস্পতিবার এলাকা পরিদর্শন করেন রেলের সিইও অজয় কুমার ও পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
প্রসঙ্গত পাণ্ডবেশ্বর উখরা সংলগ্ন বিভিন্ন এলাকার মানুষকে রেলগেটের যানজটের জন্য নিত্যদিন নাজেহাল অবস্থার সম্মুখীন হতে হয়। এলাকায় যাতায়াত করতে গিয়ে রীতিমতো নাভিঃশ্বাস ওঠে বলে দাবি স্থানীয়দের। এলাকার মানুষের মাথাব্যাথাক কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকার রেলগেটটি। এই সমস্যার সমাধানের জন্য বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার দ্বারস্থ হন। এরপরই সাংসদ রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এলাকায় একটি রেলব্রিজ তৈরির জন্য আবেদন করেন। সেই চিঠির প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ রেল ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেয়।
এদিকে দীর্ঘ কয়েক বছর ধরে, কথাবার্তা, মাপঝোপ চলার পর ব্রিজ তৈরির উদ্যোগ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। তাঁরা এই উদ্যোগের জন্য সাংসদ ও বিধায়ককে ধন্যবাদ জানান।
অন্যদিকে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ” আজকে চূড়ান্ত নকশা নিয়ে রেলের আধিকারিক আলোচনা করলেন এবং অতি দ্রুত কাজ চালু হবে। সাধারণ মানুষের যে কষ্ট লাঘব হবে তা ভাষায় প্রকাশ করা যাবে না।”



















