eaibanglai
Homeএই বাংলায়সর্বভারতীয় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার উদ্যোগে স্বাস্থ্য শিবির

সর্বভারতীয় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার উদ্যোগে স্বাস্থ্য শিবির

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- চোখের চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ করতে ২০২১ সালে ‘চোখের আলো’ নামে নতুন এক প্রকল্প চালু করে রাজ্য সরকার। এই প্রকল্পে রাজ্যের সমস্ত মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা করাতে পারেন। এবার এই প্রকল্পে সাহায্য়ের হাত বাড়িয়ে দিল সর্বভারতীয় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা।

লায়ন্স ক্লাবের সহযোগিতায় ওই গ্যাস উত্তোলক সংস্থা নয়ন জ্যোতি প্রকল্পের মাধ্যমে শুক্রবার দুর্গাপুর ফরিদপুরের কাঁটাবেড়িয়া রাধা মাধব মন্দিরে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে। যেখানে চোখের ছানি ধরা পড়লে অস্ত্রপচার করা হবে। সঙ্গে বিনামূল্যে দেওয়া হবে চশমা।

এদিন প্রায় কয়েকশ মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। এছাড়াও ছিল বিনামূল্য়ে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। যেখানে বহু মানুষ সুগার প্রেসার সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করান।

গ্যাস উত্তোলক সংস্থার তরফে জানানো হয় প্রান্তিক এলাকার মানুষদের সুবিধার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে উপকৃত হবেন প্রান্তিক এলাকার দুঃস্থ মানুষজন। অন্যদিকে এই মহতি উদ্যোগে স্বভাবতই খুশি এলাকার সাধারণ মানুষজন।

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার আধিকারিক মোনালিসা বন্দ্যোপাধ্যায় সহ লায়ন্স ক্লাবের কর্মকর্তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments