নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সুরবাহার ও প্রেরণা ইনস্টিটিউট অফ কালচার এর সহযোগিতায় এন.এম.ডি.সি. (সেইল)এর উদ্যোগে আয়োজিত হল একটি মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান। ২৬শে নভেম্বর দুর্গাপুর সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত উল্লিখিত আসরে বিভিন্ন স্বাদের সংগীত পরিবেশন করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী স্বাগতালক্ষী দাশগুপ্ত। এছাড়া ছিল সোমনাথ অধিকারী ওম এর রবীন্দ্র সংগীত, সাহানা অধিকারীর নৃত্যানুষ্ঠান, সমবেত সংগীত, নৃত্য ইত্যাদি। স্থানীয় বিভিন্ন শিল্পী ও সংস্থা কর্তৃক পরিবেশিত উল্লিখিত পরিবেশনাও যথেষ্ট প্রশংসনীয় হয়। যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় উল্লেখযোগ্য ভূমিকায় ছিলেন-পন্ডিত সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, সুনন্দ মুখোপাধ্যায়, দেবাশীষ অধিকারী, নীলোৎপল মন্ডল, বুকান দেব, বুদ্ধদেব দাস, রতন কুন্ডু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় প্রাণবন্ত ছিলেন মিতা চৌধুরী ও রাজশেখর মুখোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনায় অংশগ্রহণ করেন-বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত, মালা দেব বর্মন, কবি অনিরুদ্ধ রায় চৌধুরী সহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
















