নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বাউল শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কাঁকসায়। মৃত শিল্পীর নাম সুবল সরকার(৫০)। তিনি কাঁকসার বিদ বিহারের অজয় পল্লী এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর স্ত্রী যশোদা সরকারও স্বনামধন্য বাউল শিল্পী।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিল্পির বাড়ির ভেতর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ তাঁর দেহ উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। তবে কি কারনে মৃত্যু তা স্পষ্ট করে জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে দাবি পুলিশের। তবে শিল্পীর এমন রহস্য মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।
প্রসঙ্গত সুবল সরকার বাউল জগতের অন্যতম পরিচিত নাম ছিল। তিনি বাউল গান লিখতেন এবং সুরও দিতেন।

















