eaibanglai
Homeএই বাংলায়কাঁকসার স্কুলে বীরভূমের প্রশ্নপত্র, তদন্তে জেলা কর্তৃপক্ষ

কাঁকসার স্কুলে বীরভূমের প্রশ্নপত্র, তদন্তে জেলা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:– ভিন্ জেলার এক স্কুলের প্রশ্নপত্র বিলি করে চুপিচুপি ক্লাস ফাইভের ছাত্রীদের গাণিতের পরীক্ষা নিল কাঁকসা ব্লকের গোপালপুর গার্লস হাইস্কুল। এ ঘটনার পর বিতর্ক ছড়িয়েছে স্কুল শিক্ষা দপ্তরের জেলাস্তরে। চাঞ্চল্য ছড়িয়েছে গোপালপুর এলাকা জুড়েও।

গোপালপুরের ঐ বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির গণিত পরীক্ষা ছিল বুধবার। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরুর সময় প্রশ্নপত্র হাতে পেয়েছে ছাত্রীদের চোখ কপালে ওঠার যোগাড়। কারণ, তাদের হাতে দেওয়া প্রশ্নপত্রগুলি সবই ছিল পাশের জেলা বীরভূমের হজরতপুর হাইস্কুলের। আর প্রশ্নপত্রের মাথার উপর তা জ্বলজ্বল করছিল। এতেই সন্ত্রস্ত হয়েছিল ঐ কচিকাচা ছাত্রীরা। হুলুস্থুল পড়ে যায় ছাত্রীদের মধ্যে।

বিষয়টি নজরে আস্তে তড়িঘড়ি হস্তক্ষেপ করেন ইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভদ্রা মণ্ডল। তিনী দাবি করেন, “যেটাই ঘটেছে, সেটা অনাকাঙ্খিত। আমরা এটা জানতাম না। এটার জন্য সম্পূর্ণ ভাবে দায়ী বেনাচিতির একটি ছাপাখানা।” তিনি আরো বলেন, ” আমরা ছাপাখানার কাছে কৈফিয়ত চেয়েছি।”

কিন্ত, এতে স্কুল শিক্ষা দফতরের মন ভেজেনি। পশ্চিম বর্ধমানের জেলা স্কুল পরিদর্শক সৌমেন লাহা বলেন, ” শিক্ষকদের চাকরির সার্ভিস রুল মোতাবেক, নিজের নিজের বিষয়ের প্রশ্নপত্র তৈরী করতে তাঁরা বাধ্য। ঐ স্কুলে কেন এমনটা হল তা আমার বোধগম্য হলনা। আমি বিস্তারিত খোঁজ নেব।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments