সংবাদদাতা,দুর্গাপুরঃ- এসআইআর ওয়ার রুম পরিদর্শন করে কাজের অগ্রগতি ও দলের সংগঠনের প্রশংসা বিদ্যুৎ মন্ত্রীর। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার এসআইআর ওয়ার রুম হয়েছে হরিপুর কেন্দ্রীয় কার্যালয়ে। এদিন ওই ওয়ার রুম পরিদর্শন করে নেতা কর্মী বিএলদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
মন্ত্রী বলেন, “আমি আপাতত তিনটে জেলায় ঘুরছি। সব বিধানসভার মধ্যে পাণ্ডবেশ্বর বিধানসভার সুসজ্জিত ও সুসংগঠিত। আমাকে তা মুগ্ধ করেছে। নরেন্দ্রনাথ চক্রবর্তী শুধু ভালো বিধায়কই নন, তিনি একজন মানব দরদী ও ভালো সংগঠক। আমি এর আগেও পাণ্ডবেশ্বরে এসেছি। কিন্তু এবার এসে আমার খুব ভালো লাগলো। পাণ্ডবেশ্বরের আমূল পরিবর্তন হয়েছে। আগামী ২০২৬ ভোটে এই পাণ্ডবেশ্বর বিধানসভা পশ্চিমবঙ্গের মধ্যে নজির সৃষ্টি করবে বলে আমার আশা।”
জানা গেছে এদিনের বৈঠকে এসআইআর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী পাঁচদিন সব নেতা কর্মী ও বিএলএ ২ দের কর্মসূচি বেঁধে দেওয়া হয়। বৈঠকে অরুপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আরো এক মন্ত্রী প্রদীপ মজুমদার,পাণ্ডবেশ্বরের বিধায়ক জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু , মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী সহ সকল জেলা এবং ব্লক স্তরের নেতৃত্ব।
প্রসঙ্গত রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর পরই এসআইআর পর্বের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি বিধানসভায় চালু হয় ‘এসআইআরওয়ার রুম’। এসআইআর নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বলে দাবি রাজ্য শাসক দলের।


















