সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা মৃত্যু হল আসানসোলের বাসিন্দা একটি পরিবারের তিনজনের। আহত আরো ৬। দুর্ঘটনাটি ঘটেছে বিহারে বরহি থানায় এলাকায়।
জানা গেছে, আসানসোলের কুলটি থানা মোড় এলাকার বাসিন্দা জয়ভগবান যাদব পরিবারের ৮ সদস্যের সঙ্গে বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ উত্তরপ্রদেশে এক বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একটি চার চাকা গাড়ি রওনা দেন। জয়ভগবান যাদব নিজে সেই গাড়ি চালাচ্ছিলেন। পশ্চিমবঙ্গ পার করে বিহারে পৌঁছাতেই গাড়ির নিয়ন্ত্রণ হারান তিনি এবং দ্রুত গতিতে থাকা গাড়ি একটি কালভার্টে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় জয়ভগবান যাদব, তার মা সোনা দেবী এবং পিসতুতো বোন অনশিকতা যাদবের। গাড়িতে থাকা জয়ভগবান যাদবের স্ত্রী কৌশল্ল্যা দেবী এবং তাঁর তিন ছেলে এবং জয়ভগবান যাদবের ছোট ভাই ধর্মেন্দ্র যাদব ও তার মাসি মোট ৬ জন গুরুতর আহত হয়। বর্তমানে তারা বিহারের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে ময়নাতদন্তের পরে বৃহস্পতিবার রাতে তিনজনের মৃতদেহ নিয়ে আসা হয় আসানসোলের কুলটির বাড়িতে। এদিকে ছেলে ও পরিবারের সদস্যরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেও বাড়িতেই ছিলেন মৃত জয়ভগবান যাদবের বাবা বৃদ্ধ শ্রীনাথ যাদব। স্বাভাবিক ভাবেই শোকাতুর বৃদ্ধ কথা বলার পরিস্থিতিতে ছিলেন না। অন্যদিকে হঠাৎ ঘটে যাওয়া এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় যাদব পরিবারের পাশাপাশি ঘোটা এলাকায় শোকের ছায়া নামে।


















