সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পশ্চিম বর্ধমান জেলায় বাদ পড়তে চলেছে ২ লক্ষ ৭৬ হাজারের কিছু বেশি ভোটারের নাম। আসানসোলের কল্যানপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে নির্বাচন কমিশন নিযুক্ত রোল অবজারভার স্মিতা পান্ডের উপস্থিতিতে একটি সর্বদলীয় বৈঠক করেন জেলাশাসক এস পোন্নাবলম। যেখানে কমিশন স্বীকৃত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই বৈঠক শেষে এসআইআর এর ফর্ম ডিজিটালাইজড সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে তথ্য দেন জেলাশাসক।
এদিন জেলাশাসক বলেন, “এই জেলায় এখনো পর্যন্ত খুঁজে না পাওয়া, স্থানান্তরিত এবং মৃত ভোটারের সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজারের কিছু বেশি। বিএলওরা একাধিকবার ভোটারদের বাড়িতে পরিদর্শন করেছেন। নিয়ম অনুসারে, তাদের তিনবার পরিদর্শন করার কথা ছিল, কিন্তু তারা দশবার পরিদর্শন করেছেন। কিন্তু এই ধরণের ভোটারদের সম্পর্কে কোনও তথ্য পাননি। এই সব নাম খড়সা তালিকা থেকে বাদ যাবে। তবে খড়সা তালিকা প্রকাশের পর আবেদন করার সুযোগ থাকবে।”
পাশাপাশি তিনি জানান, পশ্চিম বর্ধমান জেলায় এখন পর্যন্ত ৯৯ % এরও বেশি এসআইআর ফর্ম বিলি করার কাজ শেষ হয়েছে। জেলার নয়টি বিধানসভা এলাকার জন্য প্রকাশিত তথ্য অনুসারে, পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে ৯৯% গণনা ফর্ম বিতরণ করা হয়েছে এবং ৮৭% এরও বেশি ফর্ম ডিজিটালাইজ করা হয়েছে। দুর্গাপুর পূর্বে, এই সংখ্যা ৯৯.৯০%, যেখানে ৮৮% এরও বেশি ফর্ম ডিজিটালাইজ করা হয়েছে। দুর্গাপুর পশ্চিমে ৯৯.৯২% গণনা ফর্ম বিলি করা হয়েছে ও ৮৬%-এরও বেশি ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। রানিগঞ্জে, ৯৯.৯৩% ফর্ম বিতরণ করা হয়েছে এবং ৮৫.০৫% ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। জামুরিয়ায় ৯৯.৯৬% ফর্ম বিতরণ করা হয়েছে এবং ৮৪.৭৬% ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। আসানসোল দক্ষিণে ৯৯.৮৩% বিলও এবং ৮৫% ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। আসানসোল উত্তরে ৯৯.৯৪% ফর্ম বিতরণ করা হয়েছে এবং ৮১.২৯% ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। কুলটিতে, ৯৯.৮৫% ফর্ম সরবরাহ করা হয়েছে এবং ৮৩.৫৫% ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। বারাবনিতে, ৯৯.৯২% ফর্ম বিতরণ করা হয়েছে এবং ৮৫.৬১% ফর্ম ডিজিটাইজ করা হয়েছে।
অন্যদিকে নির্বাচন কমিশনের আধিকারিক এদিন জানান, বৈঠকে সকল দলের প্রতিনিধিদের অনুরোধ করা হয়েছে, কোনও নির্দিষ্ট অভিযোগ থাকলে সে বিষয়ে জেলা প্রশাসনকে অবহিত করতে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।

















