eaibanglai
Homeএই বাংলায়জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় নজর কাড়ল বাঁকুড়ার ঋদ্ধিমান

জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় নজর কাড়ল বাঁকুড়ার ঋদ্ধিমান

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– আবারও গর্বের মাথা উঁচু করল বাঁকুড়া। রাজধানী দিল্লির তালকাতোড়া ইনডোর স্টেডিয়াম থেকে ক্যারাটেতে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাঁকুড়ার ছাতনার প্রতিভাবান খেলোয়াড় ঋদ্ধিমান চ্যাটার্জী। কঠোর অনুশীলন, শৃঙ্খলা আর অদম্য ইচ্ছাশক্তিকে অস্ত্র করেই প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে সেরা হল সে। আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নিলেও ঋদ্ধিমানের পারফরম্যান্স সকলের নজর কেড়েছে। শেষ মুহূর্তের লড়াইয়ে অসাধারণ দক্ষতা দেখিয়ে অনূর্ধ্ব ১৩ বছর – ৬৫ কেজি ক্যারাটে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়ে রুপোর পদক ছিনিয়ে আনে সে।

ঋদ্ধিমানের এই সাফল্যে পরিবার, কোচ ও এলাকার মানুষ সকলেই আনন্দিত। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক আরও বড়ো মঞ্চে সাফল্য আনবে—এমনই প্রত্যাশা ঋদ্ধিমানের কোচ আর্যস্মান সরকারের। বাঁকুড়ার এই ছেলে আবারও প্রমাণ করল স্বপ্ন বড়ো হলে, জয়ের পথ নিজেই খুলে যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments