eaibanglai
Homeএই বাংলায়ঘর থেকে পালানো তিন নাবালিকা ও নাবালককে ঘরে ফেরালো পুলিশ

ঘর থেকে পালানো তিন নাবালিকা ও নাবালককে ঘরে ফেরালো পুলিশ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ঘরে কাউকে কিছু না জানিয়ে রোজগারের আশায় গুজরাটের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল আসানসোলের তিন নাবালিকা ও নাবালক। তবে তার আগেই তাদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পুলিশ।

জানা গেছে, গত ৯ ডিসেম্বর স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় জামুড়িয়া এলাকার শ্রীপুর ফাঁড়ির অন্তর্গত গিরমিট এলাকার দশ নম্বর এলাকার বাসিন্দা তিন নাবালিকা। এদিন সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় শ্রীপুর পুলিশ ফাঁড়িতে জানায় পরিবারের লোকজন। এরপরই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই একই এলাকার দুই নাবালকও নিখোঁজ হয়েছে ওই একই দিনে। এছাড়াও জামুড়িয়া মসজিদ মহল্লার এক নাবালকও বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ রয়েছে। পুলিশ চারদিকে খোঁজ খবর শুরু করে ও অবশেষে ১০ ডিসেম্বর ধানবাদ থেকে ওই তিন নাবালিকা ও নাবালককে উদ্ধার করে শ্রীপুর ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তিন জনের মধ্যে এক নাবালক গুজরাটে কাজ করছে। তার কথা মতো বাকিরাও কাজের খোঁজে গুজরাটের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। যদিও পুলিশের হস্তক্ষপে এযাত্রায় সকলে বাড়ি ফেরে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments