সংবাদদাতা,বাঁকুড়াঃ- কর্তব্যরত বিদ্যুৎ কর্মীদের গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বাঁকুড়ার ছাতনায়। জানা গেছে মঙ্গলবার ছাতনার বিন্দনা গ্রামে ১১ হাজার ভোল্টের তার সংলগ্ন একটি গাছ কাটতে গিয়েছিলেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। কিন্তু সেখানে বিদ্যুৎ কর্মীদের কাজে বাধা দেন স্থানীয় কয়েকজন। এমনকি দপ্তরের কর্মী মেঘনাথ সরেন ও গুরুপদ হাঁসদাকে গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতরভাবে আহত হন দুই কর্মী। আহত ওই দুই কর্মীকে প্রথমে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে রেফার করা হয়।
এদিন সন্ধ্যায় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বাঁকুড়া ডিভিশনের তরফে ছাতনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । ঘটনায় মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ এবং রহিত মন্ডল নামে বিন্দনা গ্রামের এক বাসিন্দাকে গ্রেফতার করে। বুধবার অভিযুক্তকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে ছাতনা পুলিশ।


















