eaibanglai
Homeএই বাংলায়ফের বাঁকুড়ার জঙ্গলের রাস্তায় বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম হরিণ শাবক

ফের বাঁকুড়ার জঙ্গলের রাস্তায় বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম হরিণ শাবক

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বেপোরোয়া গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যুর ঘটনার পর বাঁকুড়া জঙ্গলমহলে এবার বেপোরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম হল এক হরিণ শাবক। বন্যপ্রানের যাতায়াতের রাস্তায় গতি নিয়ন্ত্রনের বোর্ড দেওয়ার পরেও একের পর এক বন্যজন্তুর দুর্ঘটনার কবলে পড়ছে, যা নিয়ে রীতিমতো চিন্তিত বনবিভাগ।

এবারের ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুরের জঙ্গলে, বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের বিষ্ণুপুর কলকাতা রাজ্য সড়কে। আহত হরিণ শাবকটিকে উদ্ধার করে জয়পুর রেঞ্জ অফিসে নিয়ে যান বনকর্মীরা। সেখানে প্রাণী চিকিতসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বনবিভাগ সূত্রে জানা গেছে বছর তিনেকের স্ত্রী হরিণ শাবকের দুটি পা ভেঙে গেছে। মাথাতেও চোট রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন শাবকটির সুস্থ হতে সময় লাগবে।

অন্যদিকে বার বার ঘটে চলা এই দুর্ঘটনা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন বনবিভাগের কর্তারা। তাদের দাবি বার বার সচেতন করার পরেও ঘটেই চলছে বন্যপ্রানের দুর্ঘটনা। প্রসঙ্গত এর আগে সম্প্রতি বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের বাঁকাদহ রেঞ্জের পচাডহরা এলাকায় বাঁকাদহ জয়রামবাটি রাস্তায় বেপোরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক চিতাবাঘের। এছাড়াও জয়পুরের জঙ্গলে বিষ্ণুপুর আরামবাগ কলকাতা রাজ্য সড়কের উপর এর আগেও  বেপোরোয়া গাড়ির ধাক্কায় হরিণে মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। জঙ্গলের মধ্যে বেপোরোয়া ভাবে গাড়ি চলাচালই এর মূল কারণ। স্থানীয়দের একাংশের দাবি সচেতনতা নয় বরং শাস্তি ও নজরদারি বাড়িয়ে এই সমস্যার মোকাবিলা করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments