সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বাড়ি ভাড়া নিয়ে নকল চায়ের কারবার আসানসোলে। গোপন সূত্রে খবর পেয়ে হানা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি’র হানা। উদ্ধার নামি ব্র্যান্ডের চায়ের প্যাকেট, নকল লেবেল ও চা পাতা। ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।
জানা গেছে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরে সম্প্রতি একটি বাড়ি ভাড়া নেন ভিন রাজ্য থেকে আসা দুই ব্যক্তি। তারা জানায় বাড়িটি ভাড়া নিয়ে তারা ব্যবসার কাজে লাগাবেন। এদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ গোপন সূত্রে খবর পায় কুলটি এলাকায় বাড়ি নিয়ে নামি ব্র্যান্ডের নকল চায়ের কারবার শুরু হয়েছে। এরপরই মঙ্গলবার গভীর রাতে হানা দেয় ইবি। নকল লেবেল, চায়ের প্যাকেট ও প্রচুর চা পাতা উদ্ধার হলেও ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
বাড়ি ভাড়া নেওয়ার সময় পরিচয়ের প্রুফ হিসেবে যে আধার কার্ডের ফটো কপি দেওয়া হয়েছিল তা থেকে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন একজনের নাম রোহিত মাহাতো। নথি অনুযায়ী সে ছত্রিশগড়ের রায়পুরের বাসিন্দা। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় কোন জাল চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


















