সংবাদদাতা,আসানসোলঃ- বিতর্কিত হলেও বর্তমান বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার বেড়েই চলেছে। সেই দিকে লক্ষ্য রেখে আসানসোল মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে স্থানীয় একটি ক্লাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। এতে ব্যবসার সামগ্রিক বৃদ্ধিতে কীভাবে এআই প্রযুক্তি ব্যবহার করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এআই পরামর্শদাতা শ্রীশ আগরওয়াল, চেয়ারম্যান সন্দীপ সামন্ত, সচিব দিলীপ টোডি, শচীন রাই, সপন চৌধুরী, জগদীশ শর্মা, সিয়ারাম আগরওয়াল সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
সংস্থার সভাপতি হিরেন ব্যাস বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের ব্যবসায় কী প্রভাব ফেলবে এবং আমরা কীভাবে এটি ব্যবহার করে আমাদের ব্যবসার বৃদ্ধি করতে পারি সেই বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে তথ্য প্রদানের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। আশা করি উপস্থিত প্রত্যেকেই এতে উপকৃত হয়েছেন।”


















