eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর থেকে গ্রেপ্তার জামতারা গ্যাংয়ের তিন সদস্য

দুর্গাপুর থেকে গ্রেপ্তার জামতারা গ্যাংয়ের তিন সদস্য

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর থেকে জামতারা গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। এদিন কাজী নজরুল ইসলাম বিমানবন্দর লাগোয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যায় পুলিশ।

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, নিউ দিল্লির সাইবার থানায় লক্ষাধিক টাকার সাইবার প্রতারণার অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে মোবাইল লোকেশন ট্র্যাক করে দুর্গাপুরে অপরাধীরা রয়েছে বলে তদন্তকারী পুলিশ আধিকারকিরা জানতে পারেন। সেই মতো দিল্লি পুলিশের একটি দল দুর্গাপুরে পৌঁছয় ও অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সংলগ্ন এলাকায় হানা দিয়ে তিন জনকে গ্রেফতার করে। ধৃত তিনজনের নাম রঞ্জিত কুমার মন্ডল, অজয় কুমার মন্ডল ও মাহবুব আনসারী। তিনজনই ঝাড়খণ্ডের জামতারা এলাকার বাসিন্দা।

শনিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন। তারপরেই দিল্লি পুলিশের সাইবার বিভাগ ধৃত তিনজনকে নিয়ে দিল্লির উদ্দ্যেশ্যে রওনা দেয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments