অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: মেডিক্যাল নিয়ে পড়াশোনা করতে আগ্রহী আসানসোলের মেধাবী ছাত্রছাত্রীদের আর দূরে সরকারি মেডিক্যাল কলেজে যেতে হবেনা। খুব শীঘ্রই আসানসোলে চালু হতে চলেছে দুটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। বড়দিনের প্রাক্কালে স্থানীয় খ্রীষ্টান সমাজের পক্ষ থেকে জুবিলি মোড়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। তিনি কেক কেটে উপস্থিত ব্যক্তিদের আসন্ন বড়দিনের শুভেচ্ছা জানানোর সময় এই সুখবরটি দেন।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী রাজ্যের মানুষের মঙ্গলের জন্য কাজ কর চলেছেন। সমগ্র রাজ্যের সাথে আসানসোলবাসী সেই উন্নয়নের সুফল ভোগ করছেন। তারই অঙ্গ হিসাবে খুব শীঘ্রই আসানসোলের মানুষ দুটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পেতে চলেছে। পাশাপাশি এলাকার রাস্তাঘাট নির্মাণ, স্ট্রিটলাইটের ব্যবস্থা সহ অসংখ্য উন্নয়নমূলক প্রকল্প সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও সেগুলি অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএমআইসি গুরুদাস চ্যাটার্জী, বরো চেয়ারম্যান অনিমেষ দাস, রাজেন্দ্র সিংহ প্রমুখ।


















