সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- যাত্রীবাহী বাসে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথ অভিযানে বাস থেকে উদ্ধার প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মহঃ লতিফউদ্দিন, সে মুর্শিদাবাদের বাসিন্দা।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীতে এইচএলজি মোড়ে ঝাড়খণ্ড থেকে আগত একটি যাত্রীবাহী বাসে হানা দেয় পুলিশ এবং একটি সুটকেশ থেকে ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। অভিযোগ মুর্শিদাবাদের বাসিন্দা মহঃ লতিফউদ্দিন ওই সুটকেশে করে রাজ্যে গাঁজা পাচারের চেষ্টা করছিল।
ধৃতকে রবিবার আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেফাজতের জন্য় আবেদন করে পুলিশ। এই পাচারের ঘটনায় বড় কোন চক্রের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


















