eaibanglai
Homeএই বাংলায়মনরেগার নাম পরিবর্তনের প্রতিবাদে রাজভবন ঘেরাওয়ের ডাক কংগ্রেসের

মনরেগার নাম পরিবর্তনের প্রতিবাদে রাজভবন ঘেরাওয়ের ডাক কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সংসদের শীতকালীন অধিবেশনে বিল পাশ করে ১০০ দিনের কাজ প্রকল্পের নাম বদল করেছে কেন্দ্র। নতুন নাম দেওয়া হয়েছে ‘বিকশিত ভারত, গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা ভিবি জি রাম জি (VB-G RAM G)। আগে যার নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা মনরেগার (MGNREGA)। এরপরই মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানা পোড়েন। প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। ‘জাতির পিতা’ মহাত্মা গান্ধীকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। যা নিয়ে সংসদ তোলপাড় হয়।

এদিকে কেন্দ্রের এই নাম বদলের প্রতিবাদে ও জাতির জনকের প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে ইতিমধ্যে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম পরিবর্তণ করে ‘মহাত্মাশ্রী’ করা হয়েছে। শুক্রবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে নাম পরিবর্তনের বিষয়টি সরকারিভাবে জানানো হয়েছে ৷

এবার মনরেগার নাম পরিবর্তনের প্রতিবাদে রাজ্যে প্রতিবাদে নামছে জাতীয় কংগ্রেস। রবিবার আসানসোলে একটি সভায় যোগ দিতে যাওয়ার আগে দুর্গাপুরে জাতীয় সড়কের সার্ভিস রোডে দলীয় কর্মীদের সঙ্গে আলাপচারিতার মাঝে সাংবাদিকের প্রশ্নে একথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আগামী ২৪ ডিসেম্বর রাজভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে বলে জাানন তিনি।

শুভঙ্করবাবু বলেন, “মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন গরীবদের জন্য কংগ্রেস ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল, যুবকরা যাতে কাজ পায়, গ্রামের অর্থনীতির যাতে উন্নতি হয়। কমন মিনিমাম প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন রাজনৈকির দলের পরামর্শ নিয়ে যে আইন তৈরি করে ১০০ দিনের কাজ মোহন দাস করম চাঁদ গান্ধীর নামে তৈরি করা হয়েছিল। এখন অগণতান্ত্রিকভাবে তার নাম বদল করে দেওয়া হল। এছাড়াও এই কাজে দিন বৃদ্ধি পেলেও সরকারি টাকার যে অ্যাসুরেন্স সেটা রাজ্যের ঘাড়ে বেশি চাপিয়ে দেওয়া হচ্ছে। এই পরিবর্তণের প্রতিবাদে ও ১০০দিনের কাজের বকেয়া টাকার দাবিতে আগামী ২৪ তারিখ রাজভবন ঘেরাওয়ের মধ্যে দিয়ে এর তীব্র প্রতিবাদ জানানো হবে।” শুভঙ্করবাবুর মতে যদি রাজ্যে ১০০ দিনের কাজের টাকা নয়ছয় হয়ে থাকে তাহলে দোষীদের গ্রেফতার করা হোক। কয়েকজনের অন্যায়ের প্রভাব পুরো রাজ্যের উপর কেন পড়বে, গ্রামের উন্নয়ন কেন থমকে থাকবে।

অন্যদিকে রাজ্য সরকারের ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম পরিবর্তণ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, “শুধু মহাত্মা গান্ধীর নাম থাকলে আপত্তি ছিল না, কিন্তু ‘শ্রী’ যোগ করা অনুচিত। যার নামের আগে মহাত্মা রয়েছে, তার আগে-পরে কিছু যোগ করা উচিত নয়।” এর পাশাপাশি শুভঙ্করবাবু আরও বলেন, “ভবিষ্যতে কংগ্রেস রাজ্যের দায়িত্ব নেবে এবং কংগ্রেসের আদর্শে শিল্প ও কর্মসংস্থানের নতুন দিশা তৈরি হবে।”

যদিও ১০০ দিনের কাজের নাম পরিবর্তনে জাতির জনকের অবমাননা অভিযোগ মানতে নারাজ বিজেপি। এই অভিযোগ খারিজ করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের দাবি নরেন্দ্র মোদীর সরকার গান্ধীর আদর্শ মেনেই উন্নয়ন ও কর্মসংস্থানের পথে হাঁটছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments