নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিজেপির কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আঙ্গুল উঁচিয়ে পুলিশকে হুঁশিয়ারি বিজেপি নেতার। দুর্গাপুরের রাজবাঁধে বিজেপির কর্মসূচি ঘিরে উত্তেজনা।
আগামী ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিবসে সুশাসন ও তুলসী পূজন দিবস পালন করবে বিজেপি। সেই কর্মসূচি উপলক্ষ্যে রাজবাঁধে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতির উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মূর্তি বসানোর প্রস্তুতি চলছিল। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির কার্যকর্তারা। অভিযোগ সেই কাজে বাধা দেয় কাঁকসা থানার পুলিশ। এলাকার জমি ভারাটের জন্য ছাইয়ের গাড়ি আনা হয়েছিল, সেটি আটক করে নিয়ে যায় পুলিশ।
বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতা কর্মীরা। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি, বাদপ্রতিবাদেও জড়িয়ে পড়েন তাঁরা। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ঘটনার প্রতিবাদে অবস্থান করে বিক্ষোভও দেখান বিজেপি নেতা কর্মীরা।
বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “পশ্চিবঙ্গে আইনের শাসন নেই। শাসকের আইন চলে। আগামী ২৫ ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজেপয়ীর জন্ম দিবসে সুশাসন দিবস ও তুলসী পূজন দিবস পালন করা হবে। ওই কর্মসূচির জন্য ভারতরত্ন প্রাপ্ত প্রয়াত প্রধানমন্ত্রীর মূর্তি বসানোর কাজ চলছিল। কিন্তু কাঁকসা থানার তোলাবাজ পুলিশ সেই কাজ বন্ধ করে দিতে চাইছে। যদি জায়গা নিয়ে কোন অভিযোগ থাকে যাদের জায়গা তাদের সাথে কথা বলবো। পুলিশের এখানে কিসের ভূমিকা। কে অভিযোগ করেছে সেবিষেয় কোন তথ্য বা নথি দেখাতে পারছে না পুলিশ। ওনারা বলছেন উপর থেকে নির্দেশ আছে। ওপরওয়ালা কে, নবান্নে চোদ্দতলার ওপর জিনি বসে আছেন তিনি কি অভিযোগ করেছেন? ২০২১ বিধানসভা নির্বাচনের পর আমাদের দলীয় কার্যালয় ভেঙে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। বর্তমানে সেই জায়গাতেই এই মূর্তি বসানোর কাজ চলছিল। আমাদের কাজ কেন আটকানো হল তার জবাব দিতে হবে না হলে আমরা আন্দোলন শুরু করব।”
অন্যদিকে কাঁকসার দায়িত্বপ্রাপ্ত এসিপি রাজকুমার মালাকার বলেন,”পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগমের কাছ থেকে একটি অভিযোগ এসেছিল। তাদের জমিতে অবৈধভাবে নির্মাণ কার্য করা হচ্ছে । সেই অভিযোগের ভিত্তিতে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি।”

















