eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরে

তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের বিধাননগরে। ওই পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল।

বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালের সামনে থাকা একটি খাবার হোটেলের ভেতরে তৃণমূলের পোস্টার লাগানো ছিল। অভিযোগ, গতকাল রাতে কিছু দুষ্কৃতী ওই হোটেলে হামলা চালিয়ে তৃণমূলের ওই পোস্টারটি ছিঁড়ে ফেলে। এমনকি হোটেলের ভেতরে থাকা সবুজ রঙের চেয়ার ও টেবিলে ভাঙচুর চালায়।

মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার তৃণমূল সমর্থকরা। ঘটনাকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

অন্যদিকে বিধাননগর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তৃণমূল নেতা কর্মীরা। পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments