নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়নের উদ্যোগে গত ২১ ডিসেম্বর, রবিবার দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘শ্রমিক মিলন উৎসব ২০২৫’। প্রতিবছরই স্থায়ী -অস্থায়ী, অবসরপ্রাপ্ত সব শ্রমিকদের নিয়ে একটি দিন উদযাপন করার জন্য এই শ্রমিক মেলার আয়োজন করে হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন। যেখানে দিনভর শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য থাকে খাওয়া-দাওয়া, স্বাস্থ্য পরীক্ষা, সাংস্কৃতিক মনোরঞ্জন সহ নানা কর্মসূচি।
এবারের ‘শ্রমিক মিলন উৎসবে’র শুরুটা হয় একটু অন্যভাবে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোলের নূরানী মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল্লাহ রশিদি। এদিনের অনুষ্ঠানে তিনি কেন্দ্রের সিএএ-এর বিরুদ্ধে স্পষ্ট অভিমত জানান। তবে এবিষয়ে তিনি হিংসা আন্দোলনের বিরুদ্ধে বলেও জানন।
প্রসঙ্গত এই মাওলানা ইমদাদুল্লাহ রশিদি ২০১৮ সালের সাম্প্রদায়িক দাঙ্গায় নিজের ১৬ বছরের ছেলে সিবগাতুল্লাহকে হারান। কিন্তু পুত্রশোকে প্রতিশোধের কথা না বলে বরং শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেন। শোকাহত হয়েও ধৈর্য ও সহানুভূতির এক দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। এদিনের মঞ্চ থেকেই সেই শান্তির বার্তাই শোনা যায় তাঁর মুখে।

















