সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- কর্মরত অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল আসানসোলের জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ির ধানসাল মোড় এলাকায় অবস্থিত একটি বেসরকারি কারখানায়। মৃত দুই শ্রমিক ফাহিম আনসারি (৩৬) ও আসিফ ইকবাল (৪২)। দুজনেই আসানসোল পুরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুলটি এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে ওই কারখানার একটি অংশে গত কয়েকদিন ধরে অ্যাসবেস্টর দিয়ে ছাউনি দেওয়ার কাজ চলছিল। মঙ্গলবার সেখানে কাজ করছিলেন পাঁচ শ্রমিক। তারা কেউই কারখানার স্থায়ী কর্মী নন। বাইরে থেকে চুক্তির ভিত্তিতে এই কাজ করতে এসেছিলেন। এদিন কাজ চলাকালীন হঠাৎ অ্যাসবেস্টর ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
এরপর এদিন সন্ধ্যায় কারখানা চত্বরে ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও অন্যান্য শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষ যে অ্যাসবেস্টর সরবরাহ করেছিল তা নিম্নমানের হওয়ায় ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বিক্ষোভ ঘিরে সাময়িক উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরে শ্রমিক সংগঠন ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হলেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। বুধবার বিষয়টি নিয়ে ফের আলোচনা হওয়ার কথা দুই পক্ষের।


















