মনোজ সিংহ, দুর্গাপুরঃ- বিশ্ব বিখ্যাত আন্তর্জাতিক ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে গোটা রাজ্য সহ কলকাতার ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে তুমুল উদ্দীপনা ছিল। কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে সম্বর্ধনা দেওয়ার কথা থাকলেও ক্রীড়াঙ্গনে প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে ভালোভাবে দেখতে না পাওয়ার অভিযোগে তুমুল হট্টগোল ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হাজার হাজার টাকার টিকিট কেটে মেসিকে ভালোভাবে দেখতে না পাওয়ার অভিযোগে ফুটবলপ্রেমীরা সেদিন ক্রীড়াঙ্গন জুড়ে ব্যাপক ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করেন। স্টেডিয়াম ভাঙচুরের ভিডিও সোশ্যাল মিডিয়াতেও দ্রুত আগুনের মতন ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে সহ দেশে। ফুটবলপ্রেমীদের মূল রাগ গিয়ে পড়ে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস সহ এক ঝাঁক তারকা যারা সেদিন মাঠে মেসিকে ঘিরে রেখেছিলেন তাদের বিরুদ্ধে। যুব ভারতী ক্রীড়াঙ্গন কাণ্ড পশ্চিমবঙ্গ সরকারের ‘ক্রীড়া ভাবমূর্তি’ নষ্ট হয়েছে বলে অভিযোগ ওঠে। যার ফলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেন। অন্যদিকে তৃণমূল একটি সূত্র জানিয়েছে যে, অরূপ বিশ্বাসের পদত্যাগে দলের নেতৃত্বের একটি অংশ ক্ষুব্ধ।
এদিকে যুবভারতী ক্রীড়াঙ্গনের যে জায়গায় মেসির মূল অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল,সেই মঞ্চের চারিপাশে দুর্গাপুরের সনকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গ্রুপের পোস্টার ব্যানার ও কাটআউটে ভরে উঠেছিল। এক কথায় বলতে গেলে ‘সর্বকালের সেরা’ ফুটবলার হিসেবে (Greatest Of All Time) আখ্যা পাওয়া মেসির অনুষ্ঠানে দুর্গাপুরের অন্যতম বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সনকা গ্রুপের উপস্থিতি নিয়ে দুর্গাপুর শিল্পাঞ্চলের ফুটবলপ্রেমীরা গর্ব অনুভব করেছিলেন। কিন্তু সেইদিন স্টেডিয়ামে ভাঙচুর ও বিশৃঙ্খলা হওয়ার ফলে বেশ কিছু সামাজিক মাধ্যমে দুর্গাপুরের এই শিক্ষা প্রতিষ্ঠানের নামে কুরুচিকর, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সম্প্রচার করা হয় বলে অভিযোগ।
এই অপপ্রচারের বিরুদ্ধে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন সনকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। যেভাবে কিছু সামাজিক মাধ্যমে সনকা গ্রুপের বিরুদ্ধে কুৎসা,মিথ্যা ও বিভ্রান্তিকর সহ পরিকল্পিত অপরাধমূলক ষড়যন্ত্র সংগঠিত করা হয়েছিল, তার বিরুদ্ধে গত ১৮ ই ডিসেম্বর সনকা গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার অধ্যাপক (ডঃ) বোনাপার্ট চৌধুরী, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের, আসানসোল সাইবার ক্রাইম থানার, ইনস্পেক্টর ইনচার্জের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
একটি বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, অভিযোগে ডঃ বোনাপার্ট চৌধুরী জানিয়েছেন,”সল্টলেক স্টেডিয়ামে ফুটবল তারকা লিওনেল মেসির বহুল প্রচারিত উপস্থিতির অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমের একাংশের ‘স্বাস্থ্যসেবা এবং শিক্ষাক্ষেত্রে তাদের উত্থানকারী পোর্টফোলিও গুলিকে বদনাম ও কুৎসা রটানোর’ বিষয়টি নিয়ে তাঁরা উদ্বিগ্ন।” পাশাপাশি তিনি জানিয়েছেন, “সনকা গ্রুপ একটি বহুমুখী স্বাস্থ্য পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের ‘কষ্ট অর্জিত’ মর্যাদাকে নষ্ট করার জন্য ‘পরিকল্পিতভাবে অপরাধমূলক ষড়যন্ত্র’ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। অভিযোগে তিনি উল্লেখ করেছেন,”সনকা হাসপাতাল এবং রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ভারতীয় ট্রাস্ট আইন, ১৮৮২ এর অধীনে পরিচালিত সনকা এডুকেশনাল ট্রাস্টের ইউনিট হিসাবে পরিচালিত হয়। যা একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট। এবং কোম্পানি আইন, ২০১৩ এর অধীনে নিবন্ধিত কোনও সত্তা নয়। কিছু সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ‘অপ্রত্যক্ষ ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তথ্যের ভুল উপস্থাপন’ করা হয়েছে। তাদের ট্রাস্টের সঙ্গে কোনও বেসরকারি কোম্পানির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও সম্পর্ক নেই।”
ডঃ বোনাপার্ট চৌধুরী অভিযোগে জানিয়েছেন, “সনকা হাসপাতাল মেসির আন্তর্জাতিক ভাবে স্বীকৃত GOAT সফরের সাথে ‘কঠোরভাবে এবং একচেটিয়া ভাবে’ যুক্ত ছিল, ইভেন্ট চলাকালীন দিল্লি, মুম্বাই এবং কলকাতায় স্বাস্থ্যসেবা সহায়তা প্রদানকারী একটি অংশীদার হিসেবে সীমিত ক্ষমতায়। সনকা গ্রুপের ওই অংশীদারী পেশাদার, স্বচ্ছ, অরাজনৈতিক ছিল। এবং শুধুমাত্র স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উপর কেন্দ্রীভূত ছিল। গত ১৬ ডিসেম্বর এবং তার কাছাকাছি সময়ে, কিছু ইউটিউবার তাদের কন্টেন্টে প্রচার করে যে সনকা হাসপাতাল,সনকা মেডিক্যাল প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন। বিনয় মিশ্র নামক কোন ব্যক্তি সনকা মেডিক্যাল প্রাইভেট লিমিটেডের প্রাক্তন পরিচালক এবং তিনি সনকা হাসপাতালের সাথে যুক্ত এবং কয়লা ও গরু পাচারের অবৈধ তহবিল লিওনেল মেসির GOAT সফরের পৃষ্ঠপোষকতা করার জন্য ব্যবহার করেছিলেন।”
প্রসঙ্গত উল্লেখ্য, ওই বিনয় মিশ্র কয়লা কেলেঙ্কারি কাণ্ডের পলাতাক আসামী। সনকা গ্রুপ, কয়লা কেলেঙ্কারির পলাতক আসামী বিনয় মিশ্রের সাথে তাদের ন্যূনতম যোগসূত্রের অভিযোগ অস্বীকার করেছে। এবং সনকা গ্রুপের সিইও অপপ্রচার চালানো পাঁচজন ‘পরিচিত’ ইউটিউবার এবং টেলিভিশন ডিবেটের জনপ্রিয় মুখ শতরূপ ঘোষের (যিনি বিভিন্ন বিষয়ে সিপিআই-এমের পক্ষে সোচ্চার হন) বিরুদ্ধে বিস্তারিত তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের, আসানসোল সাইবার ক্রাইম থানার কাছে।
এদিকে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, এর আগেও বেশ কয়েকবার সনকা হাসপাতালের বিরুদ্ধে দুর্গাপুরে বেশ কয়েকজন ফেসবুক পেজ পরিচালক ও ইউটিউবার কুরুচিকর ও বিভ্রান্তিকর প্রচার করেছেন। কিছুদিন আগে সংস্থার মেডিক্যাল কলেজের ছাত্রদের দ্বারা অনুষ্ঠিত বিখ্যাত বলিউড সংগীতশিল্পী নেহা কাক্কারের একটি সঙ্গীত পরিবেশনকে কেন্দ্র করেও অপপ্রচারের অভিযোগ উঠেছিল। জানা গেছে তাদের বিরুদ্ধেও সনকা মেডিক্যাল কলেজের ছাত্ররা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের, সাইবার থানাতে অবিলম্বে লিখিত অভিযোগ করবে ও যথাযথ শাস্তির দাবি জানাবে।




















