eaibanglai
Homeএই বাংলায়বড়দিনের সকালে দুর্গাপুরে সান্তা রূপে ভালোবাসার উষ্ণতা ছড়ালেন মন্ত্রী

বড়দিনের সকালে দুর্গাপুরে সান্তা রূপে ভালোবাসার উষ্ণতা ছড়ালেন মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বড় দিনের সকাল। শীতের আমেজর সঙ্গে জড়িয়ে রয়েছে বড়দিনের খুশি,উৎসবের আমেজ। এরই মধ্য সকাল সকাল উপহারের ঝুলি কাঁধে দেখা মিলল সান্তা ক্লজের। হৈ হৈ করে ছুটে গেল ছোটরা। মিলল, চকলেট, কেক, ক্যান্ডি, খেলনা। এভাবেই বড়দিনের সকালে সান্তা রূপে চমক দিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার।

এদিন সকাল হতেই সান্টা ক্লজের পোশাকে উপহারের ঝুলি কাঁধে নিয়ে মন্ত্রী পৌঁছে যান শহরের তালতলা বস্তিতে। সেখানে কচিকাঁচাদের মধ্যে উপহার বিলি করে তাদের সঙ্গে কিছু সময় কাটান। তাদের পড়াশোনা ও স্বপ্নের কথা শোনেন। অন্যদিকে বড়দিনের সকালে এভাবে সান্টা দাদুর হাত থেকে উপহার পেয়ে স্বভাবতই আনন্দে মেতে ওঠে এলাকার ছোটরা।

এদিন সান্টা রূপি মন্ত্রী বলেন, “আজকের দিনে জন্মগ্রহণ করে প্রভু যীশু বিশ্বের কাছে ভালোবাসার বার্তা দিয়ে গেছেন। জানিয়ে গেছেন এই জগতে বিদ্বেষ হিংসার কোন স্থান নেই। সেই জন্য নিজের প্রাণও বলিদান করে গেছেন। তাঁর সেই মহান বার্তাকে স্মরণ করেই আমরা সকলে বড়দিন পালন করি। আমাদের দেশের মণীষীরাও এই শান্তি সৌহার্দ্যের বাণী দিয়ে গেছেন। আমরা সকলেই সেই মন্ত্রে দিক্ষিত। পৃথিবীতে আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে পড়ুক। বিদ্বেষ বর্জিত হোক। শিশুরা এই শিক্ষায় বড় হয়ে উঠুক। আমাদের সকলের এটাই কামনা।”

অন্যদিকে মন্ত্রীর এই উদ্যোগে শীতের সকালে তালতলা বস্তির অলিগলিতে ছড়িয়ে পড়ে ভালোবাসার উষ্ণতা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments