eaibanglai
Homeএই বাংলায়পশ্চিম বর্ধমান জেলার শুনানির জন্য ডাকা হচ্ছে প্রায় দেড় লক্ষ ভোটারকে

পশ্চিম বর্ধমান জেলার শুনানির জন্য ডাকা হচ্ছে প্রায় দেড় লক্ষ ভোটারকে

সংবাদদাতা, আসানসোল -: ঘোষণা অনুযায়ী ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরের শুনানি পর্ব শুরু হতে চলেছে ২৭ শে ডিসেম্বর থেকে এবং চলবে আগামী ৭ ই ফেব্রুয়ারি পর্যন্ত।

আসানসোলে জেলাশাসক কার্যালয়ে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম বলেন, শনিবার থেকে সমগ্র রাজ্যেের সঙ্গে এই জেলায় শুনানি প্রক্রিয়া শুরু হবে। গণনা ফর্ম জমা দেওয়ার সময় ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যাদের কোনো ম্যাপিং নেই এই পর্বে তাদের শুনানির জন্য ডাকা হচ্ছে। তিনি বলেন, এই জেলায় এই ধরণের লোকের সংখ্যা প্রায় ১.৪০ লক্ষ।

জেলাশাসক এদিন স্পষ্টভাবে বলেছেন যে যাদের যুক্তি সংগত অসঙ্গতি রয়েছে তাদের এখন শুনানির জন্য ডাকা হচ্ছে না অথবা জেলা প্রশাসন নির্বাচন কমিশন থেকে তাদের বিষয়ে কোনও নির্দেশিকা পায়নি। তারা স্থানীয় বিএলও-দের মাধ্যমেই সমস্যার সমাধান করতে পারবেন। এরজন্য বিএলওদের মোবাইলে একটি বিশেষ অ্যাপ আপলোড করা হয়েছে।

তিনি আরও বলেন, এই জেলার নয়টি বিধানসভার মোট ৪২ টি কেন্দ্রে এই শুনানি হবে।সমস্ত রাজনৈতিক দলকে এই শুনানি কেন্দ্রগুলি সম্পর্কে অবহিত করা হয়েছে। শুনানির নোটিশ পাওয়ার পরেও যদি কোনও ভোটার ২০০২ সালের সাথে তার যোগসূত্র খুঁজে পান, তাহলে এই ক্ষেত্রে ইআরও এটিকে ম্যাপিং মামলা হিসেবে বিবেচনা করবেন। তাদের কাছ থেকে কোনও নথি চাওয়া হবে না। তাছাড়া যারা ১৮ বছর বয়সী, তারা যদি ১৪ ই ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে চান তাহলে তাদের ৬ নং ফর্ম পূরণ করতে হবে এবং যাদের নামে কোনও ত্রুটি আছে তাদের ৮ নং ফর্ম পূরণ করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments