নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বাড়িতে এসির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গেল যুবক। শনিবার দুর্ঘটনাটি ঘেটেছে দুর্গাপুরের কাঁকসা ব্লকের বামুনাড়া তপবন সিটি বহুতলের একটি আবাসনে। ঝলসে যাওয়া যুবকের নাম প্রভাত অধিকারী। সে আসানসোলের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, বহুতলের একটি বাড়িতে এসির কাজ করছিলেন প্রভাত। তখনই হঠাৎ করে বৈদ্যুতিক তার ছিঁড়ে দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক। ঝলসে গিয়ে উপর থেকে নিচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মলানদিঘী ফাঁড়ির পুলিশকে। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় যুবককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।


















