eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে রাজ্যস্তরের ক্যারাটে প্রতিযোগিতা

দুর্গাপুরে রাজ্যস্তরের ক্যারাটে প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রবিবার দুর্গাপুরের সিধু কানহু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল রাজ্যস্তরের ক্যারাটে প্রতিযোগিতা ১২ তম ওকাজাকি চ্যালেঞ্জ । এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছিলেন। প্রতিযোগীদের পারফর্মেন্সে রীতিমতো মুগ্ধ হন শহরের দর্শকরা। বিজিতদের শংসাপত্র এবং ট্রফি দিয়ে উৎসাহিত ও সম্মানিত করা হয়। উদ্যোক্তা সিয়ান শেখ লালু বলেন,”চরম উৎসাহ ও উদ্দীপনা দেখা যায় প্রতিযোগীদের মধ্যে।” এই প্রতিযোগিতা নতুন প্রজন্মের মধ্যে ক্যারাটে চর্চার বিষয়ে আরও আগ্রহ করে তুলবে বলেই মনে করছেন আয়োজকেরা।

এই ক্যারাটে প্রতিযোগিতা ক্যারাটে প্রেমীদের কাছে একথায় বলতে গেলে রাজ্যস্তরের মার্শাল আর্টের মিলনমেলায় পরিণত হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও শারীরিক সক্ষমতার এক মেলবন্ধনের প্রতীক মার্শাল আর্ট বা ক্যারাটে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments