সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান -: সকাল থেকে মেঘের আড়ালে ঢাকা আছে সূর্য। শীতল উত্তুরে বাতাসের সৌজন্যে প্রবল ঠাণ্ডা জাঁকিয়ে বসেছে এলাকায়। তাপমাত্রা তখন ৮°সে. এর আশেপাশে ঘোরাঘুরি করছে। ওদিকে ঘড়ির কাঁটা নির্দিষ্ট সময় অতিক্রম করে একঘণ্টা পার হয়ে গেছে। চিন্তিত উদ্যোক্তারা, তাহলে তাদের প্রচেষ্টা ব্যর্থ হবে! তাদের হয়তো মাথায় ছিলনা হাজার প্রতিকূল পরিবেশ কখনো ‘স্বেচ্ছায় রক্তদান শিবির’ এর মত মহতী অনুষ্ঠানের পথে বাধা হতে পারেনা। অবশেষে, দেরিতে হলেও, শুরু হয় গুসকরা বিষাণ অ্যাথলেটি্ক ক্লাব পরিচালিত স্বেচ্ছায় রক্তদান শিবির। বরাবরের মত সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটি।
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় শিবির থেকে মোট ৩০ ইউনিট রক্ত সংগৃহীত হয়। রক্তদাতাদের মধ্যে ৩ জন মহিলা ছিলেন। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার, গুসকরা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মল্লিকা চোংদার, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কোনার, গুসকরা বিষাণ অ্যাথলেটি্ক ক্লাবের পক্ষ থেকে সম্পাদক সৌগত গুপ্ত, সভাপতি বিশ্বনাথ গাঙ্গুলী, নীলমাধব দাস, গোপাল মজুমদার, মৌসম পাত্র, প্রভাত দাস বৈরাগ্য, সৌরভ চট্টোপাধ্যায়, বিনয় মন্ডল, অরূপ অধিকারী, লুনা গুপ্ত সহ অন্যান্য সদস্যরা, গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সভাপতি শিশির কুমার ঘোষ, সম্পাদক সজ্ঞীব বাছার, সেখ মানিক এবং গুসকরা পৌরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা রক্তদান শিবিরের উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন।
রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে বহু রক্তদান শিবিরের আয়োজক, রাজ্যের অন্যতম রক্তযোদ্ধা তথা বিষাণ অ্যাথলেটি্ক ক্লাবের সম্পাদক সৌগত গুপ্ত বলেন, প্রত্যাশার থেকে কম রক্ত সংগৃহীত হলেও এইধরনের প্রতিকূল আবহাওয়ায় এটাই ছিল যথেষ্ট। আমরা আশা করতে পারিনি শেষপর্যন্ত শিবির শুরু করা সম্ভব হবে। এরজন্য তিনি রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

















