eaibanglai
Homeএই বাংলায়আনন্দমেলা চ্যারিটিবল সোসাইটির উদ্যোগে মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান

আনন্দমেলা চ্যারিটিবল সোসাইটির উদ্যোগে মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাত নগরীর সুপরিচিত সাংস্কৃতিক ও সমাজ কল্যাণমূলক সংস্থা আনন্দমেলা চ্যারিটিবল সোসাইটির বাৎসরিক উৎসব উপলক্ষ্যে মনোজ্ঞ অনুষ্ঠান পালিত হল। ২৩শে ডিসেম্বর সন্ধ্যায় সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার সভ্য- সভ্যা ও শিক্ষার্থীরা পরিবেশন করলেন সম্মেলক সংগীত ও নৃত্য। তাঁদের প্রত্যেকটি নিবেদন-ই ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং অনুশীলিত। মুখ্যত সোসাইটির কর্ণধার কাকলি মুখোপাধ্যায়ের সুপরিকল্পনা ও পরিচালনায় উল্লিখিত অনুষ্ঠানগুলি উপস্থিত দর্শক শ্রোতারা উপভোগ করেন। পরিবেশিত হয় সোসাইটির থিম সং, অডিও-ভিডিও এর মাধ্যমে। এককভাবে সংগীত পরিবেশন করেন- আমন্ত্রিত শিল্পী মৌসুমী হোসেন, সিরিন সোরাইয়া এবং কাকলি মুখোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনায় সাবলীল ছিলেন- রঞ্জিতা মুখোপাধ্যায়, বরুণ রায়, মৌসুমী বন্দ্যোপাধ্যায় এবং সোমা সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এ. ডি. ডি. এ-র চেয়ারপার্সন কবি দত্ত, বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত, কবি অনিরুদ্ধ রায়চৌধুরী প্রমুখ ও বিশিষ্ট মানুষেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments